HighlightNewsরাজ্য

মুখ্যমন্ত্রী আচার্য হলে বিশ্ববিদ্যালয়ের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ আরও দৃঢ় হবে, মত যাদবপুর শিক্ষক সমিতি

টিডিএন বাংলা ডেস্ক: এতদিন পর্যন্ত রাজ‍্যপালই রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলোতে আচার্য হিসাবে নিযুক্ত হয়ে আসছেন। কিন্তু এখন রাজ‍্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রী আচার্য হলে বিশ্ববিদ্যালয়ের উপর সরকারের রাজনৈতিক নিয়ন্ত্রণ আরও দৃঢ় হবে বলে আশংকা প্রকাশ করে যাদবপুর শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

জগদীপ ধনকর এ রাজ‍্যের রাজ‍্যপাল হয়ে আসার পর থেকেই রাজ‍্যের সঙ্গে বিরোধ চলছিল। সম্প্রতি সেই বিরোধ চরমে পৌঁছায়। সেই পরিপ্রেক্ষিতেই বেশ কিছু দিন ধরে রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলোতে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকেই আচার্য হিসেবে নিযুক্ত করার দাবি তোলে শাসকদল তৃণমূল। অবশেষে রাজ্য মন্ত্রীসভা মুখ্যমন্ত্রীর নাম অনুমোদন করেছে বলে কোনো কোনো সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে। এই সিদ্ধান্তের ক্ষতিকর দিকের কথা মাথায় রেখে এর বিরোধিতায় সরব হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এদিন তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্বশাসন ও স্বাধিকারের যে কথা শিক্ষাকমিশন থেকে শিক্ষাবিদরা প্রস্তাব করেছেন দীর্ঘসময় ধরে তার কোনও অস্তিত্ব আর থাকবে না। ফলত বিশ্ববিদ্যালয়ের ধারণাটি এখন বিপন্ন হবে । বর্তমান সময়ে সরকারি নিয়ন্ত্রণে দুর্নীতি , স্বজনপোষণ থেকে দলীয় রাজনৈতিক অনুগত্যের যে নির্লজ্জ প্রকাশ দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলিও তার আখড়ায় পরিণত হবে।’ পাশাপাশি ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রথমত বিশ্ববিদ্যালয় কাঠামোয় এই ধরনের পদ আলংকারিক এবং এর কোনও প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। একইসঙ্গে আচার্য হিসেবে যদি রাখতেই হয় তবে সেক্ষেত্রে সর্বজনবিদিত শিক্ষাবিদকেই রাখা উচিৎ।’

Related Articles

Back to top button
error: