তৃণমূল ক্ষমতায় না আসলে অসমের মতো বাংলার বাসিন্দারাও এনআরসি নিয়ে দুর্ভোগে পড়বে: মমতা ঠাকুর
টিডিএন বাংলা ডেস্ক: ফের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না আসলে অসমের মতো বাংলার বাসিন্দারাও এনআরসি নিয়ে দুর্ভোগে পড়বে। রবিবার বাগদা হাইস্কুলে তৃণমূলের এক সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে আমজনতাকে ঠিক এমনই বার্তা দিলেন বনগাঁর প্রাক্তন সাংসদ তথা মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর। তিনি বলেন, ‘এনআরসি ইস্যুতে অসমে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। সেখানকার এক বড় অংশের মানুষ এনআরসি’র নাম করে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন। সেখানে কার্যত দুই শ্রেণির নাগরিকত্বের চেষ্টা হচ্ছে! ১৯৫১ সালের আগে যারা সেখানে গিয়েছে তাদের চাকরি, জনপ্রতিনিধিত্ব থেকে শুরু করে সবকিছুর অধিকার থাকবে। কিন্তু যারা ১৯৫১ সালের পরে বা ১৯৭১ সালের পরে সেখানে যারা সেখানে গিয়েছেন তারা সেখানে থাকতে পারলেও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার উপক্রম হয়েছেন। এনআরসি করতে হলে কেন্দ্রীয় সরকার একতরফাভাবে কিছু করতে পারবে না, এজন্য রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আমি বেঁচে থাকতে এনআরসি হতে দেবো না। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণাকে মাথায় রেখে সবাইকে এগিয়ে যেতে হবে।’