রাজ্য

হিম্মত থাকলে সরাসরি ভাইপোর নাম বলুন, সাংবাদিক সম্মেলনে বিজেপিকে তীব্র আক্রমন কুনাল ঘোষের

টিডিএন বাংলা ডেস্ক: হিম্মত থাকলে সরাসরি ভাইপোর নাম বলুন। রবিবার তৃণমূলের দলীয় অফিসে সাংবাদিক সম্মেলনে বিজেপিকে তীব্র আক্রমন করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ।

পাশাপাশি তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে ভাইপো উল্লেখ করে ব্যক্তিগত আক্রমণ করায় বিজেপির কেন্দ্রীয় নেতা তথা রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে একহাত নেন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘গতকাল কৈলাস বিজয়বর্গীয় রামনগরে মিথ্যে ভাষণ দিয়েছেন। তৃণমূলের যুবনেতাকে নিশানা করে মিথ্যাচার করেছেন। রাজনীতিতে পাল্লা দিতে না পারায় চরিত্রহনন করছেন। বিজেপি ভয় পাচ্ছে বলেই যুবনেতাকে আক্রমণ করছে। যদি সাহস থাকে ভাইপো না বলে নাম উচ্চারণ করুন। বিসিসিআই-এ কৈলাসের ভাইপো বসে আছেন সচিব হয়ে। রাজনীতিবিদের পরিবারে রাজনীতিবিদ হতে পারেন না? ২০১৫-য় বলেছিল ভাগ মুকুল ভাগ। তাঁকেই তো আবার দলে নিয়েছে বিজেপি। কৈলাস-পুত্র আকাশ বিজয়বর্গীয় পুরকর্মীদের মেরেছিলেন। আকাশ বিজয়বর্গীয় নিজেও তো বিজেপির বিধায়ক। গুণ্ডামি করে গ্রেফতার হয়েছিলেন আকাশ। দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত করুন। যে সিন্ডিকেটের কথা বলেছিলেন, তিনিই আজ বিজেপিতে। মুকুল রায়কে দলে নিয়ে সারদা নিয়ে জ্ঞান দেবেন না। মুকুলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের অনুরোধ করেছিলাম। এখনও সিবিআই কোনও পদক্ষেপ করেনি। মির্জার বয়ান অনুযায়ী মুকুল রায়কেও গ্রেফতার করা উচিত।’

Related Articles

Back to top button
error: