HighlightNewsরাজ্য

ইমাম ও মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও ব্লক কমিটি গঠন চাকুলিয়া তে

মুহাম্মদ জাকারিয়াঃ চাকুলিয়া, উত্তর দিনাজপুর

অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মুহাম্মদ বাকীবিল্লাহ মোল্লার নির্দেশে ও অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের আহ্বায়ক ডা. বাশির উদ্দিনের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভা তথা গোয়ালপখর ২ নম্বর ব্লকের বেলোন পঞ্চায়েতের গোহাররা ঝারবাড়ীতে অল ইন্ডিয়া ইমাম ও মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক আলোচনা সভা ও গোয়ালপখর ২ নম্বর ব্লক কমিটি গঠন করা হয় বৃহস্পতিবার। এদিন সভাপতির দায়িত্ব পান মুজাম্মিল হক ও সম্পাদকের দায়িত্ব পান মাসঊদ রেজা এছাড়াও পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মোহাম্মদ আশির উদ্দিন জানান এই সংগঠনের কাজ হলো ইমাম ও মুয়াজ্জিনদের দুঃখ দুর্দশা দূর করা। তিনি আরও জানান যতক্ষন না পর্যন্ত কমিটি গঠন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা জানা সম্ভব হচ্ছে না। আগামী দিনে এই সংগঠন একত্রিত হয়ে শুধু ইমাম, মুয়াজ্জিনদের জন্য ই নয় সঙ্গে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, দলিত সমস্ত জাতিদের নিয়ে একই প্লাটফর্মে এসে শান্তির বার্তা প্রতিষ্ঠা করবে যতে সবাই একসঙ্গে পশ্চিম বাংলায় থাকতে পারে। এছাড়া তিনি অভিযোগ জানান কোন একটি দল এসে মসজিদ ভেঙে মন্দির এবং মন্দির ভেঙে মসজিদ করছে এছাড়া আর কোনো উন্নয়ন করছে না। এদিন উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মোহাম্মদ আশির উদ্দিন, সহ সভাপতি আবদুল মুস্তাফা, জেলা কমিটির সদস্য সাইদুর রহমান সহ আরও অনেকেই।

Related Articles

Back to top button
error: