Highlightআন্তর্জাতিক

ভ্যাকসিন নেওয়ার ৪৮ ঘণ্টা পর করোনায় আক্রান্ত ইমরান, আরোগ্য কামনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

টিডিএন বাংলা ডেস্ক : ভ্যাকসিন নেওয়ার পর কাটেনি ২ দিনও। তারইমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। টুইটারে সেই খবরের সত্যতা স্বীকার করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান। টুইটারে তিনি বলেন, ৬৮ বছর বয়স্ক প্রধানমন্ত্রী ইমরান খান কোভিড-১৯ পজিটিভ বলে টেস্টে ধরা পড়েছে। বর্তমানে তিনি তার বাসভবনে নিভৃতবাসে (আইসোলেশন) আছেন।

শনিবার পাকিস্তানের শাসক দল তেহরিক-ই-ইনসাফের তরফে ফয়জলের টুইটটি রিটুইট করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সন্ধ্যায় একটি সংক্ষিপ্ত টুইটবার্তায় মোদী বলেন, ‘কোভিড-১৯ থেকে (পাকিস্তানের) প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত সেরে উঠুন। আরোগ্য কামনা করছি।’

এদিকে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার রাজধানী ইসলামাবাদের নিরাপত্তা সংক্রান্ত একটি কনফারেন্সে ছিলেন। যেখানে বড় সংখ্যক প্রতিনিধি ছিলেন। বিনা মাস্কেই সেই কনফারেন্সে ভাষণ দিয়েছিলেন। একই কায়দায় গরিবদের জন্য আবাসন উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তার আগেরদিন অবশ্য নিজেই করোনা সংক্রান্ত সুরক্ষা বিধি মেনে চলার আর্জি জানিয়েছিলেন। গত বৃহস্পতিবার করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ইমরান। তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি টুইটবার্তায় বলা হয়েছিল, ‘আজ প্রধানমন্ত্রী ইমরান খানকে টিকা দেওয়া হয়েছে। মহামারীর তৃতীয় স্রোতের (ওয়েভ) প্রেক্ষিতে যাবতীয় নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আর্জি জানিয়েছেন।’

প্রসঙ্গত, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, পাকিস্তানে করোনা মহামারিতে এ পর্যন্ত ১৩ হাজার ৭৯৯ জনের মৃত্যু হয়েছে। আর ছয় লাখ ২৩ হাজার ১৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Related Articles

Back to top button
error: