করোনা আক্রান্ত মনমোহন সিংয়ের সুস্থতা কামনা ইমরান খানের

টিডিএন বাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কোভিড-১৯ থেকে দ্রুত সুস্থতা কামনা করছি, বলে গতকাল মঙ্গলবার ইমরান খান টুইট বার্তা দিয়ে সুস্থতা কামনা করেন ।

দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন আছেন মনমোহন সিং। বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবেক্ষণ রয়েছেন তিনি। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

গত শনিবার করোনা পরিস্থিতি নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কয়েকদফা পরামর্শ দিয়ে একটি চিঠি লিখেছিলেন মনমোহন সিং।

চিঠিতে তিনি লিখেন, সরকার যদি বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে চায়, তাহলে এখন থেকেই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলোকে নির্দিষ্ট সময়ের আগে ভ্যাকসিন ঠিকমতো পৌঁছে দেয়ার নির্দেশনা দিতে হবে। পাশাপাশি দেশব্যাপী ভ্যাকসিনের বণ্টন যাতে ঠিকভাবে হয়, সেটিও দেখতে হবে।