Highlightদেশ

এত বড় জনসংখ্যার দেশে ২-৩ মাসে সবার ভ্যাকসিনেশন হতে পারে না; বললেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুণাওয়ালা

টিডিএন বাংলা ডেস্ক: করুনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে গোটা দেশ বিপর্যস্ত। প্রতিদিন প্রায় চার হাজারেরও বেশি করোনা আক্রান্ত এর মৃত্যু হচ্ছে দেশে। স্বভাবতই গোটা দেশে ভ্যাকসিনের চাহিদা বেড়েছে। তবে চাহিদার তুলনায় পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন। এই নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের সরকার ভ্যাকসিনের অপ্রতুলতা নিয়ে প্রশ্ন উঠিয়েছেন। এই পরিস্থিতিতে সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা নেট মাধ্যমে একটি বিবৃতি জারি করে বলেছেন, ভারতের মত বৃহৎ জনসংখ্যার দেশে ২-৩ মাসের মধ্যে ভ্যাক্সিনেশন করা সম্ভব নয়।

সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে,”আমরা বিশ্বের বৃহত্তম জনসংখ্যাযুক্ত দুটি দেশগুলির মধ্যে একটি, এ জাতীয় বিশাল জনসংখ্যার টিকা ২-৩ মাসেই শেষ করা যায় না। এর মধ্যে অনেক চ্যালেঞ্জ এবং কারণ জড়িত রয়েছে। পুরো বিশ্বের মানুষকে টিকা দিতে ২-৩ বছর সময় লাগবে।”

Related Articles

Back to top button
error: