HighlightNewsরাজ্য

বিরামহীন বৃষ্টিতে ধস পাহাড়ে, বিপর্যস্ত দার্জিলিং-কালিম্পঙ, বিপাকে পর্যটকরা

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরবঙ্গে বিরামহীন ভাবেই চলছে প্রবল বৃষ্টি। বিরামহীন প্রবল বৃষ্টিতে সপ্তাহের শুরুতেই সোমবার ভয়াবহ ধস নামেছে দার্জিলিং ও কালিম্পঙ জেলায়। বিপর্যস্ত হয়ে পড়েছে সড়ক পথ। যার জেরে বিপাকের মধ্যে পরেছেন পর্যটকরা। খবরে প্রকাশ, দার্জিলিঙের অন্ধেরি ঝোরা এলাকায় ব্যাপক ধস নামার ঘটনায় বিপর্যস্ত হয়েছে গোটা এলাকায়। অন্যদিকে একই কারণে দার্জিলিং-এর পাশাপাশি সকালে ধস নেমেছে কালিম্পঙের মংপু ফটক এলাকার ১০ নম্বর জাতীয় সড়কে। ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে রাস্তাঘাট। আটকে পড়েছে বিভিন্ন যানবাহন ও বহু পর্যটক। ব্যাহত হচ্ছে স্থানীয়দের নিত্য দিনের জনজীবন।

সূত্রের খবর, ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন বিপর্যস্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু করেছে জোর তৎপরতা। মংপু ফটক এলাকার ১০ নম্বর জাতীয় সড়কের রাস্তা থেকে পাথরের চাঁই সরানোর কাজ প্রায় শেষের পথে। তবে দার্জিলিং জেলার অন্ধেরি ঝোরা এলাকার অবস্থা খুবই খারাপ। এখনও বেশ কিছু পর্যটক সেখানে আটকে আছেন বলে জানা যাচ্ছে। পরিস্থিতি স্বভাবিক না হওয়া পর্যন্ত ধস নামা রাস্তা দিয়ে গাড়ি কিংবা স্থানীয় মানুষের যাতায়াতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।

Related Articles

Back to top button
error: