টিডিএন বাংলা ডেস্ক: সীমাবদ্ধতা প্রক্রিয়া সমাপ্তির পরে, নির্বাচন কমিশন জম্মু ও কাশ্মীরের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করে দিয়েছে। জানা গিয়েছে, আগামী ৩১ আগস্টের মধ্যে এই খসড়া তালিকা তৈরি হবে। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে এই তালিকা পর্যালোচনা করেন। এর পরে, জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিককে পুনর্গঠিত বিধানসভা কেন্দ্রগুলির একটি মানচিত্র তৈরি করার নির্দেশ দেওয়া হয়। সেই মানচিত্র অনুযায়ী, খসড়া তালিকা প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে।