রাজ্য

নেশার টাকা পেতে সিউড়ি শহরে সবজি বাজারে সশস্ত্র হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, গ্রেপ্তার অভিযুক্ত

কৌশিক সালুই, টিডিএন বাংলা, বীরভূম: সবজি মার্কেটে সশস্ত্র হামলার অভিযোগ উঠল এক তোলাবাজ নেশাড়ু বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার বীরভূমের সিউড়ি শহরে কোট বাজার এলাকায়। অভিযুক্ত ব্যক্তি সবজি বাজার এর তৃণমূল কংগ্রেস প্রভাবিত ব্যবসায়ী সমিতির সম্পাদক আরো এক ব্যক্তিকে ছুড়ি নিয়ে আক্রমণ করে। আক্রান্ত দুইজনের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিউড়ি থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে হামলার ঘটনায় ধৃত ব্যক্তি হলেন নজরুল হক ওরফে দীপক। এদিন অভিযুক্ত ব্যক্তি প্রথমে ওই সবজি বাজারের সম্পাদক গৌড় দে কে ছুড়ি নিয়ে আক্রমণ করে। তার গালে ছুড়ির কোপ মারে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গিয়ে নজরুল, দুলাল শেখ নামে এক মুরগি ব্যবসায়ীর দোকানে গিয়ে হামলা করে। দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা লুট করে। তাকে বাধা দিতে গেলে জখম হন ওই মুরগির দোকানের এক কর্মচারী। তোমাদের ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। অভিযোগের ভিত্তিতে ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করে নজরুলকে সিউড়ি থানার পুলিশ। তার বিরুদ্ধে নিয়মিত অংকে দেখিয়ে তোলাবাজি করার অভিযোগ ছিল। এমনকি এর আগেও নেশার জন্য তোলার টাকা না পেয়ে অনেকবারই মারধর করেছে ওই ব্যক্তি এলাকার ব্যবসায়ীদের বলে দাবি। আক্রান্ত ব্যবসায়ী দুলাল শেখ বলেন,” আমাদের কাছে নিয়মিত হুমকি দেখিয়ে ভয় দেখিয়ে নেশার জন্য টাকা আদায় করতে আসত নজরুল। এর আগেও অনেকবার অনেক ব্যবসায়ীকে মারধর করেছে ওই ব্যক্তি। এদিন আমার দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা লুটপাট করে এবং আমার এক কর্মচারী তাকে বাধা দিতে গেলে তাকেও ধারালো নিয়ে হামলা করে। আমরা চায় অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হোক”। সিউড়ি থানার আইসি সন্দীপ চট্টরাজ বলেন,” অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে আগামী রবিবার তাকে আদালতে তোলা হবে।

Related Articles

Back to top button
error: