আন্তর্জাতিক

ইসরাইলের প্রেসিডেন্টের উপস্থিতিতে তেল আবিবে আমিরাতের দূতাবাস উদ্বোধন

টিডিএন বাংলা ডেস্ক: ইসরাইলের প্রেসিডেন্ট আইজ‍্যাক হ্যারজাগ এবং ইজরাইলে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজার উপস্থিতিতে ইজরাইলের রাজধানী তেলআবিবে আনুষ্ঠানিকভাবে আরব আমিরাতের দূতাবাস স্থাপন করা হলো। ইতিপূর্বে ইজরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাবিদ আরব আমিরাত সফরে যান ২৯ ও ৩০ জুন। সেখানে গিয়ে তিনি রাজধানী আবুধাবিতে ইজরাইলী দূতাবাস ও আমিরাতের বৃহত্তম শহর দুবাইতে ইসরাইলী কনস্যুলেট উদ্বোধন করেন।

উল্লেখ্য যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর উদ্যোগে বেশকিছু আরব রাষ্ট্র দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে উদ্যোগী হয়। এই সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে কয়েকটি আরবদেশ ইসরাইলে দূতাবাস স্থাপনের কথা ঘোষণা করে। এছাড়া ইসরাইলের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করে। এরই অংশ হিসেবে সর্ব প্রথম আরব দেশ হিসাবে আমিরাত তেলআবিবে দূতাবাস স্থাপন করল। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন গুলি আরব দেশগুলির এই উদ্যোগকে ফিলিস্তিনের প্রতি ছুরিকাঘাত বলে প্রতিবাদ করেছে। ফিলিস্তিনের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন হামাস আরব দেশগুলির এই সম্পর্ক স্থাপনের উদ্যোগকে ফিলিস্তিনের তথা সমগ্র মুসলিম উম্মাহ‍র সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন।

Related Articles

Back to top button
error: