HighlightNewsরাজ্য

সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন ও স্বাস্থ্যশিবির

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, কলকাতা:
সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন হলো মানিকতলা খালপাড়ে। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কবি লেখক পরিচালক শতরূপা সান্যাল ও লেখক রূপা সেনগুপ্ত। অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন ভাস্বতী বসু ও ড. ইমানুল হক। সমবেত ভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। শুরুতে গাওয়া হয় ‘মুক্তির মন্দির সোপান তলে’। লেখিকা পৃথা বল বই ও খাতা উপহার দিলেন। এদিনের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ভাস্কর সেন, সীতাংশু দত্ত, পৃথা বল, সন্দীপন সেনগুপ্ত সহ বহু বিশিষ্ট মানুষ। আর সেই সঙ্গে খালপাড়ের ছোট ছোট কচি কাঁচারাও। বিশিষ্ট লেখক চলচ্চিত্র পরিচালক কবি শতরূপা সান্যালের সংগঠন ‘স্কাড’ এর উদ্যোগে ও ‘ভাষা ও চেতনা সমিতি’র ব্যবস্থাপনায় মহিলাদের জন্য এদিন স্বাস্থ্যশিবিরও হয়। সেখানে দুজন ডাক্তার চিকিৎসা করেন। প্রয়োজনীয় ওষুধপত্রও বিনামূল্যে দেওয়া হয়।

Related Articles

Back to top button
error: