টিডিএন বাংলা ডেস্ক: এবার দৈনিক সংক্রমনের হারে আমেরিকাকেও পেছনে ফেলে এগিয়ে গেল ভারত। একদিনে ভারতে করোনা মহামারীতে মোট আক্রান্ত হয়েছেন ২,৯৫,০৪১ জন। যা শুধুমাত্র ভারতেই নয় বিশ্বের সর্বোচ্চ। এ বছর জানুয়ারি মাসে একদিনে আমেরিকাতে আক্রান্ত হয়েছিলেন ২,৮৯,১৯৫ জন। এতদিন দৈনিক সংক্রমনের নিরিখে এই পরিসংখ্যান বিশ্বের মধ্যে সর্বোচ্চ ছিল কিন্তু বুধবার সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লো ভারত। তবে শুধুমাত্র সংক্রমনের নিরিখেই নয় মৃত্যুর নিরিখেও নতুন রেকর্ড গড়েছে ভারত। এই প্রথম দেশে একদিনে করণায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২,০২৩ জন। এখনো পর্যন্ত গোটা দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মোট লক্ষ ৮২ হাজার ৫৫৩ জন। শুধু তাই নয় গোটা দেশে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ৫৬ লক্ষ ১৬ হাজার ১৩০ জন। উল্লেখ্য, মোট আক্রান্তের নিরিখে এখনো পর্যন্ত বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং প্রথম স্থানে রয়েছে আমেরিকা।