HighlightNewsদেশ

ভারতে এখনই কয়েক সপ্তাহের লকডাউন জারি করা উচিত, পরামর্শ বাইডেন প্রশাসনের

টিডিএন বাংলা ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে ভারতে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে রাশ টানতে খুব শীঘ্রই কয়েক সপ্তাহের লকডাউন জারি করার পরামর্শ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা এপিডিমিয়োলজিস্ট এন্টনি ফওসি।ভারতের কোভিড সংক্রমণ নিয়ে গভীর চিন্তা প্রকাশ করে বাইডেন প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে অবিলম্বে ভারতে ফের লকডাউন চালু করা উচিত। বাইরের প্রশাসনের পক্ষ থেকে ভারতের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, ভারতের পরিস্থিতি সত্যিই খুবই ভয়াবহ। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ভারতে এখনো শীর্ষবিন্দুতে পৌঁছয়নি। ফলে অবস্থা যে আরও ভয়াবহ হয়ে উঠতে পারে তা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। ফওসি বলেছেন,”ভারতে এখনই কয়েক সপ্তাহের জন্য দেশজুড়ে লকডাউন চালু হওয়া উচিত। না হলে আরও বড় বিপদে পড়তে হবে ভারতকে।”

অপরদিকে, বিশ্বের কোভিড সমস্যার মোকাবিলা ও স্বাস্থ্য নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আমেরিকার বিদেশ মন্ত্রকের কোঅর্ডিনেটর গেল ই স্মিথ ওয়াশিংটনে শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বলেছেন, “ভারতের কোভিড পরিস্থিতি খুবই ভয়াবহ। আমি ভীষণ ভাবে উদ্বিগ্ন। ভারতে রোজই নতুন নতুন আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। অথচ এখনও ওই দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউ শীর্ষ বিন্দুতে পৌঁছয়নি।” এর পাশাপাশি ভারতকে এই মুহূর্তে অক্সিজেন সরবরাহ, পিপিই কিট, পরীক্ষা নানাবিধ সরঞ্জাম ও টিকা তৈরীর কাঁচামাল পাঠিয়ে সাহায্য করা উচিত বলে জানিয়েছেন স্মিথ। উল্লেখ্য ইতিমধ্যেই আমেরিকার তরফ থেকে এই সমস্ত জিনিস ভারতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button
error: