টিডিএন বাংলা ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে হারের পর এবার টি-২০ ম্যাচে মধুর প্রতিশোধ নিল ভারতীয় ক্রিকেট টিম।অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে খুব সহজেই এই বিজয় ছিনিয়ে নিয়ে আসে ভারতীয় টিম। আর এই বিজয়ের মধ্য দিয়েই বিশ্বরেকর্ড গড়লেন রোহিত। এই ম্যাচ ধরে এখনও পর্যন্ত ১৩টি টি-২০ ম্যাচে অধিনায়কত্ব করেছেন রোহিত। আর প্রত্যেক বারই বিজয়ী হয়েছে দল। যদিও এদিন বিজয়ের প্রধান কারিগর ছিলেন হার্দিক পাণ্ডিয়া। তার ব্যাট হাতে করা ৫১ রান ও বল হাতে চার ওভারে নেওয়া ৪টি উইকেটই ভারতীয় দলকে জয়ের দার প্রান্তে নিয়ে যায়।
এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট হাতে ৮ উইকেট হারিয়ে কুড়ি ওভারে ১৯৮ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৪৮ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ড। এই বিজয়ের মধ্য দিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর বার্তা দিল ভারত।