HighlightNewsদেশ

সংযুক্ত কৃষক মোর্চার আন্দোলন থেকে সরে এলো ভারতীয় কিষান ইউনিয়ন এবং রাষ্ট্রীয় কিষান মজদুর সংঘ

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লির সীমান্তে কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার ৬৩ দিন ধরে আন্দোলন চালানোর পর ৪১টি কৃষক সংগঠন এর সংযুক্ত কৃষক মোর্চার থেকে সরে এসে নিজেদের আন্দোলন শেষ করার ঘোষণা করলেন ভারতীয় কিষান ইউনিয়নের প্রধান ভানু প্রতাপ সিংহ এবং রাষ্ট্রীয় কিষান মজদুর সংঘের বিএম সিংহ। অন্যান্য কৃষক সংগঠনগুলির মতোই এতদিন ধরে কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবী করে গেলেও প্রজাতন্ত্র দিবসের দিনে হওয়া ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে নিজেদের আন্দোলন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ভারতীয় কিষান ইউনিয়নের প্রধান ভানু প্রতাপ সিংহ মঙ্গলবার দিল্লিতে হওয়া হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা করে বলেন, গতকাল দিল্লিতে যা যা হয়েছে তাতে খুবই আহত হয়েছি এবং ৫৮ বিরোধ শেষ করছি।

অপরদিকে, রাষ্ট্রীয় কিষান মজদুর সংঘের বিএম সিংহ জাতীয় আব্হায়ক জানিয়েছেন, যারা আন্দোলনরত কৃষকদের মঙ্গলবার উস্কিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। শুধু তাই নয়, সংযুক্ত কিষান মোর্চার নেতা রাকেশ টিকেতের বিরুদ্ধেও অভিযোগ করে বিএম সিংহ বলেছেন, রাকেশ টিকেত কেন সরকারের একক বৈঠকে আখ চাষীদের ইস্যু উত্থাপন করেননি?

Related Articles

Back to top button
error: