HighlightNewsদেশ

ইন্ডিয়ার বৈঠক মুম্বইয়ে, সামনে আসতে পারে লোগো

টিডিএন বাংলা ডেস্ক : দক্ষিণের শহর বেঙ্গালুরু থেকে ঠিক হয়েছিল নাম। দেশের বাণিজ্যনগরী থেকে নিজেদের লোগো প্রকাশ করতে পারে ভারতীয় রাজনীতির বিরোধী জোট ইন্ডিয়া। যে বৈঠকে যোগ দিতে বুধবার দুপুরে কলকাতা ছাড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী লোকসভা ভোটে মোদী বিরোধী হাওয়া তুলতে মরিয়া বিরোধী জোট। আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে রাখির ভেট হিসাবে রান্নার গ্যাসে ২০০ টাকা কম করেছে কেন্দ্র। ভর্তুকী বাড়ানো হয়েছে সরকারি প্রকল্পেও। সরকারি এই সিদ্ধান্তকে তাঁদের চাপ বলেই দাবি করেছেন ইন্ডিয়া জোটের নেতারা।

এখনও পর্যন্ত যা ঠিক আছে, তাতে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক হবে। তার আগে ঠিক হতে পারে লোকসভায় আসন ভাগের বিষয়টি। সিলমোহর পড়তে পারে দিল্লিতে আলাদা করে একটি পার্টি অফিসের উপরে।

তবে এই জোটের মুখ কে হবেন, তা নিয়ে একটা দোটনা জোটের অন্দরে চলছে। বিহারের মুখ্যমন্ত্রী চাইছেন এই জোটের মুখ হোক কংগ্রেসের কেউ। যা এখন ভাবনা চিন্তার স্তরে রয়েছে বলেই দাবি করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: