HighlightNewsখেলাদেশ

দেশের ক্রিকেট ছেড়ে টি-টোয়েন্টি লিগ খেলার প্রস্তাব আইপিএলের দলগুলির! ক্রিকেট কি ফুটবলের মতো ক্লাব কেন্দ্রীক হতে চলেছে

টিডিএন বাংলা ডেস্ক: ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকার টোপ দিয়ে দেশের ক্রিকেট ছেড়ে বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজ়িগুলির হয়ে টি-টোয়েন্টি লিগ খেলার প্রস্তাব দিচ্ছে আইপিএলের দলগুলি! একটি প্রতিবেদনে এমনই দাবি করল ‘টাইমস লন্ডন’ নামের একটি সংবাদমাধ্যম। যদি এই ঘটনা সত্যি হয় তাহলে, অদূর ভবিষ্যতে ক্রিকেট কি ফুটবলের মতো ক্লাব কেন্দ্রীক হতে চলেছে? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেট দুনিয়ায়।

‘টাইমস লন্ডন’ সেই প্রতিবেদনে বলা হয়েছে, দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ছেড়ে ফ্র্যাঞ্চাইজ়িগুলির হয়ে দেশে দেশে টি-টোয়েন্টি লিগ খেললে ওই ক্রিকেটাররা নিজ দেশের বোর্ডের থেকে যে টাকা পান ক্রিকেটারদের তার থেকে অনেক মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে আইপিএলের দলগুলি। আপাতত সল্প সংখ্যক ক্রিকেটারদের এই প্রস্তাব দেওয়া হলেও খুব শিঘ্রই বহু সংখ্যক ক্রিকেটারদের কাছে এই প্রস্তাব দেওয়া বলেও মনে করা হচ্ছে।

উল্লেখ্য যে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ এবং সংযুক্ত আরব আমিরশাহির গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল রয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িগুলির। আমেরিকার টি-টোয়েন্টি লিগ শুরু হবে। সেখানেও দল রয়েছে তাদের। সৌদি টি-টোয়েন্টি লিগেও দল কিনতে চাইছে তারা। তারা সারা বছর ওই ক্রিকেটারদের দিয়ে এই সব লিগে খেলানোর কথা ভাবছে।

Related Articles

Back to top button
error: