সিরিয়ায় বিমান হামলা করল ইসরায়েল, নিহত ৩ সেনা, আহত ৭

টিডিএন বাংলা ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এই হালার ঘটনায় সিরিয়ার ৩ জন সেনা প্রাণ হারিয়েছেন এবং ৭ জন সেনা আহত হয়েছেন। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানিয়েছে, হামলায় আরও তিনজন নিহত হয়েছেন এবং মোট ১০ জন আহত হয়েছেন।