আন্তর্জাতিক

ফিলিস্তিনি মহিলাকে গুলি করে হত্যা ইসরাইলি পুলিশের

টিডিএন বাংলা ডেস্ক : ইসরায়েল সেনাবাহিনী দখলকৃত পশ্চিম তীরে বিক্ষোভ চলাকালীন একজন ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করার একদিন পর আবারো গুলি চালিয়ে হত্যা করলো ফিলিস্তিনি মহিলাকে। ইসরায়েলি পুলিশ এদিন শনিবার পশ্চিম তীর চেকপয়েন্টে ওই মহিলাকে গুলি করে হত্যা করে, তাদের দাবি যে ওই মহিলা তাদের কাছে ছুরি নিয়ে এসেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে দখলদার সেনারা ওই মহিলাকে গুলি করে আহত করে এবং তার কাছে প্রয়োজনীয় সাহায্য পৌঁছতে প্রতিরোধ তৈরি করে । মহিলা সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায় ,ওয়াফার সংবাদ সংস্থা জানিয়েছে।

ইসরায়েল পুলিশ জানিয়েছে ওই ২৮ বছর বয়সী মহিলাকে বারবার সতর্ক করার পরেও রামাল্লাহ ও জেরুজালেমের মধ্যবর্তী কলানদিয়া ক্রসিংয়ে রক্ষীদের দিকে এগোতে থাকেন।

স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্ত ইবতিসাম কা’বনেহ অধিকৃত জেরিকোর আকাবাত জাবের শরণার্থী শিবির এর , এর আগেও ইসরায়েল কতৃক রাজনৈতিক বন্দি ছিলেন তিনি।

বৃহস্পতিবারও ইসরাইলের ইয়ামামের বিশেষ বাহিনী জেনিনে তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

Related Articles

Back to top button
error: