HighlightNewsদেশ

হাতের ট্যাটুতে লেখা ছিল ৭৮৬, তাই হাত খোয়াতে হলো যুবককে!

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের এক যুবককে তার ডানহাত খোয়াতে হলো স্রেফ তার হাতের ট্যাটুতে ইসলামের পবিত্র সংখ্যা ৭৮৬ লেখা ছিল বলে। এমনই অভিযোগ উঠেছে স্থানীয় কিছু বাসিন্দাদের বিরুদ্ধে। ২০২০ সালে হরিয়ানার পানিপথে চাকরি নিয়ে চলে আসা উত্তর প্রদেশের বাসিন্দা ইখলাখ সলমনির অভিযোগ, তাঁর হাতে একটি ট্যাটু ছিল, যার মূল বিষয় হল ৭৮৬ নম্বরটি, যেটি ইসলাম ধর্মের একটি পবিত্র সংখ্যা। তাঁর অভিযোগ, দিন কয়েক আগে তাঁর সেই হাত কেটে নেয় কিছু স্থানীয়রা।
যদিও ওই স্থানীয়দের পাল্টা অভিযোগ, পরিবারের এক নাবালককে যৌন হেনস্থা করেছিল ওই যুবক। তাড়া খেয়ে পালানোর সময় রেললাইনে পড়ে হাত খোয়ায় সে। অভিযোগ, পাল্টা অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। ঘটনাটি গড়ায় আদালত পর্যন্ত।
তবে, আদালতে ইখলাখের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রমাণিত হয়নি। ইখলাখের বিরুদ্ধে পকসো ধারায় মামলাও দায়ের করা হয়নি। উল্টে ইখলাখের বিরুদ্ধে দায়ের হওয়া চার্জশিট নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি। জানা গিয়েছে, ইখলাখের বিরুদ্ধে যৌন হেনস্থার কোনো প্রমাণ মেলেনি। শুধুমাত্র ওই নাবালক, তাঁর বাবা এবং আত্মীয়ের বয়ানের ভিত্তিতে উত্তরপ্রদেশের নিবাসী ওই যুবককে দোষী প্রমাণিত করা যায়নি। একইসঙ্গে আগস্ট মাসে যৌন হেনস্থা করা হলে এত দিন বাদে কেন অভিযোগ দায়ের করা হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি। এ প্রসঙ্গে সরকারি আইনজীবীর ব্যাখ্যাও সন্তোষজনক নয় বলে রায় বিচারপতির।

Related Articles

Back to top button
error: