আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে এবার সব সৈন্য সরিয়ে নিলো ইতালি ও জার্মানি

টিডিএন বাংলা ডেস্ক: আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটে থাকা নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিল ইতালি ও জার্মানি। মঙ্গলবার রাতে জার্মানির ও বুধবার ইতালি পক্ষ থেকে এই ঘোষণা করেছিল। এর মধ্য দিয়ে ন্যাটোর সঙ্গে ২০ বছর ধরে নিজেদের আফগান–যাত্রার ইতি টানল ইউরোপের দেশ দুটি।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী লরেঞ্জো গুয়েরিনি জানিয়েছেন , মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে তাদের আফগানিস্তান মিশন শেষ হয়েছে। এদিন দেশটিতে থাকা সেনাদের সর্বশেষ বাহিনী পিসা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

গত ২০ বছরে আফগানিস্তানে ইতালির মোট ৫০ হাজার সেনা দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে ৫৩ জন নিহত ও ৭২৩ সেনা আহত হয়েছেন।
গত ২০ বছরে জার্মানির দের লাখ সেনা আফগানিস্তানে অংশগ্রহণ করেছিল বলে জানায় সে দেশের আধিকারিকেরা। জার্মান সেনাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৫৯ জন এবং এদের মধ্যে যুদ্ধ বা জঙ্গি হামলায় নিহত হন ৩৫ জন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আফগানিস্তানেই জার্মান সামরিক বাহিনী প্রথম স্থলযুদ্ধ করেছিল।

এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। আফগানিস্তানে ন্যাটোর প্রশিক্ষণ ও সহযোগিতা মিশন—রেজ্যুলুট সাপোর্টে জোটের ৯ হাজার ৬০০ সেনা অবশিষ্ট ছিল। ডেনমার্ক, এস্তোনিয়া ও স্পেন এর মতো দেশগুলি আগেই তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছিল। সংখ্যার বিবেচনায় আফগানিস্তানে সেনা মোতায়েনে যে দেশগুলি শীর্ষে ছিল, তাদের মধ্যে জার্মানি ও ইতালিও রয়েছে। যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে বেশি ছিল জার্মানির সেনা।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও তুর্কি সেনাদের একটা অংশ আফগানিস্তানে রয়েছেন।

Related Articles

Back to top button
error: