রাজ্য

গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ ও পুর্নবাসনের ব্যবস্থা করার দাবি জামায়াতে ইসলামী হিন্দের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: মালদা ও মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে যাওয়া অসহায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ ও পুর্নবাসনের ব্যবস্থা করার দাবি জানালো জামায়াতে ইসলামী হিন্দ। এক প্রেস বিজ্ঞপ্তিতে জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক বলেন, ভাঙ্গন কবলিত এলাকায় সরকারের কাছ থেকে আশানুরূপ সাহায্য ও সহযোগিতা পাওয়া যাচ্ছে না যা খুবই দুর্ভাগ্যজনক। অবিলম্বে রাজ্য সরকারকে আপৎকালীন ত্রান শিবিরের ব্যবস্থা করে মানুষের থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা করতে হবে। তিনি আরো বলেন, খাদ্য সামগ্রী সহ সমস্ত মৌলিক প্রয়োজন এমন সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে সরকারকে পৌঁছে দিতে হবে। যাদের ঘর – বাড়ি গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে তাদের স্থায়ী পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে। এইক্ষেত্রে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার নিজেদের দায় – দায়িত্ব এড়াতে পারেনা। তিনি জানান, গঙ্গা ভাঙ্গন রোধে ও সমস্যার স্থায়ী সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে মাস্টার প্ল্যান তৈরি করতে হবে এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করতে হবে। এই জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে নিজেদের মধ্যে সমন্নয় সাধন করে অবিলম্বে মাস্টার প্ল্যান তৈরি করে সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। এদিন ক্ষতিগ্রস্ত এলাকায় জামাআতে ইসলামি হিন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের ত্রাণ কার্যক্রমকে অব্যাহতি রেখে আরো জোরদার করার আহ্বান জানান মাওলানা আব্দুর রফিক।

উল্লেখ্য, বেশকিছু দিন যাবৎ মালদা জেলার কালিয়াচক – ৩ ব্লক ও মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েকশো বাড়ি গঙ্গাগর্ভে বিলীন হয়ে গেছে। অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সহায় – সম্বলহীন অবস্থায় বহু মানুষ মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। অনেকেই সব কিছু হারিয়ে পথে বসেছে। অসংখ্য পরিবার আশ্রয় শিবিরে স্থান নিয়েছে।

Related Articles

Back to top button
error: