HighlightNewsধর্ম ও দর্শনরাজ্য

‘জাগ্রত বিবেক-মানবিক সমাজ’ প্রচারাভিযানের শেষ দিনে আমডাঙাতে বিশেষ জনসভা জামাআতে ইসলামীর

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: সমাজ ধীরে ধীরে এগিয়ে চলেছে উন্নত থেকে উন্নততর সমাজের দিকে। আধুনিক থেকে অত্যাধুনিক হচ্ছে বিশ্ব। কিন্তু অন্যদিকে মানুষের মধ্য থেকে অবলুপ্ত হচ্ছে দয়া-মমতা-বিবেক। আর সমাজ থেকে বিলুপ্ত হচ্ছে মানবিকতা। মানুষ যেন অনেকটা রোবটের মত হয়ে যাচ্ছে। এমতাবস্থায় মানুষের বিবেককে জাগিয়ে তুলতে ও সমাজে মানবিকতা ফিরিয়ে আনতে ‘জাগ্রত বিবেক-মানবিক সমাজ’ শিরোনামে বিশেষ প্রচারাভিযান শুরু করে। আজ সেই প্রচারাভিযানের শেষ দিন। সেই উপলক্ষে আজ উত্তর ২৪ পরগণা জেলার আমডাঙাতে একটি জনসভার আয়োজন করা হয়।

এদিনের জনসভায় বক্তব্য দিতে গিয়ে বিশিষ্ট সাহিত্যিক নুরুদ্দিন শাহ বলেন, “অন্য প্রাণীদের সঙ্গে মানুষের পার্থক্য হচ্ছে অন্যদের বিবেক নেই মানুষের বিবেক আছে। কিন্তু বর্তমানে সমাজ, দেশ তথা বিশ্বে এই বিবেকের বড় অভাব দেখা দিয়েছে। এটা একটা বৃহৎ মানবীয় সংকট।” জামাআতে ইসলামী হিন্দের জেলা সভাপতি রফিকুল ইসলাম বলেন, “মানুষের বিবেক হচ্ছে একটা আদালত যে তাকে খারাপ বা অন্যায় কাজ করতে বাঁধা দেয়। কিন্তু আজ মানুষের মধ্যে এই বিবেকের বড়ই অভাব ঘটেছে। তাই আবারও সেই বিবেককে জাগিয়ে তুলতে এবং একটা মানবিক সমাজ গড়ে তুলতে আমাদের এই প্রচারাভিযান।”

Related Articles

Back to top button
error: