HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

প্রতি বছর ঈদের সময় কেন পরীক্ষা প্রশ্ন তুলে বিক্ষোভ শিক্ষার্থীদের

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: প্রতি বছরই দেখে দেখে মুসলিমদের পবিত্র ঈদের সময়ই কেন পরীক্ষা? প্রশ্ন তুলে বিকাশ ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ শুরু করলেন শিক্ষার্থীরা। ছাত্র সংগঠন এসআইও-এর ডাকে সারা দিয়ে এদিন বিকাশ ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এই অবস্থান বিক্ষোভ থেকে প্রশ্ন ওঠে, ‘প্রতি বছরই দেখা যায় ঈদের আগের দিন, ঈদের দিন অথবা ঈদের পরের দিন পরীক্ষার দিন নির্ধারন করা হয় বিভিন্ন বিশ্ব বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্টানে। আর প্রতি বারই প্রতিবাদ জানান বিভিন্ন মুসলিম সংগঠন ও শিক্ষার্থীরা। কিন্তু কেন বার বার এই ভাবে মুসলিমদের ধর্মীয় অনুষ্টানকে অবহেলা করা হবে?’ তারা অভিযোগ করেন ইচ্ছাকৃত ভাবে এই ঘটনা ঘটানো হয় মুসলিম শিক্ষার্থীদের সমস্যা ফেলার জন্য।

এদিনের বিক্ষোভ মিছিল থেকে এসআইও-এর রাজ্য সেক্রেটারী ইমরান হোসেন প্রশ্ন তোলেন, কোচবিহারের যে ছেলেটা কলকাতা বিশ্ব বিদ্যালয়ে পড়ে সে কীভাবে ঈদের পরের দিন পরীক্ষা দেবে? তার তো বাড়ি থেকে আসতেই সময় লাগবে ১৫-১৭ ঘন্টা। এটা মুসলিমদের প্রতি অবিচার বলে প্রতিবাদ করেন তিনি। তিনি বলেন, “একদিকে কেউ বলছেন মুসলিমদের তোষণ করা হচ্ছে। অন্যদিকে সেই মুসলিমদের ঈদের দিনই পরীক্ষা রাখা হচ্ছে। তাদের মধ্যে কতটা সাম্প্রদায়ীক সুক্ষ বিষ বাস্প আছে সেটা আমরা এর মধ্য দিয়ে দেখতে পাচ্ছি।”

অপর এক সেক্রেটারী শেখ ওয়াকিল বলেন, “এতে মুসলিম শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবে। তাদের ঈদের আনন্দে ব্যাঘাত ঘটবে। তাদের পরীক্ষাতেও ব্যাঘাত ঘটবে। এতে সবার সমান অধিকার বিঘ্নিত হচ্ছে।” পাশাপাশি তিনি জানিয়ে দেন যতক্ষণ না এই ধরণের বৈষম্যমুলক কর্মকান্ড বন্ধ হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাব।

Related Articles

Back to top button
error: