HighlightNewsদেশ

জতুগৃহ ভোপালের সরকারি হাসপাতাল, মৃত ৪ শিশু

টিডিএন বাংলা ডেস্ক : মধ্যপ্রদেশের ভোপালে কমলা নেহেরু হাসপাতলে বিধ্বংসী আগুন। আগুন লাগে শিশু বিভাগে। আগুনের লেলিহান শিখায় ঝলসে মৃত্যু হয় ৪ জন শিশু। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার রাত ন’টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধোওয়া দেখতে পেয়ে এক কর্মী কন্ট্রোল রুমে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হন দমকল কর্মীরা। পাঠানো হয় ১০টি ইঞ্জিন। আগুন লাগে হাসপাতালের শিশু বিভাগের আইসিইউতে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। অবশেষে রাত বারোটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে চার শিশুর মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনার সময় শিশু বিভাগে ৪০ জন শিশু ভর্তি ছিল। যার মধ্যে চারজন শিশু অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারায়। মৃতদের পরিবারপিছু ক্ষতিপূরণ হিসেবে ৪ লাখ টাকা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে কী কারণে আগুন লাগে, তা এখনও জানা যায়নি।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, অত্যন্ত বেদনাদায়ক কথা। ৪ শিশুর আত্মার শান্তি কামনা করি। নিহত শিশুদের পরিবারবর্গকে আমার সমবেদনা। আহত শিশুদের দ্রুত আরোগ্য কামনা করি।”

Related Articles

Back to top button
error: