HighlightNewsআন্তর্জাতিক

জো বিডেন ২৬৪, ট্রাম্প ২১৪; চার রাজ্যে ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে ডেমোক্রেটিক কংগ্রেস পার্টি

টিডিএন বাংলা ডেস্ক: সকাল সাড়ে এগারোটায় বন্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দান প্রক্রিয়া। তারপর থেকেই ভোট গণনা প্রক্রিয়া শেষে হোয়াইট হাউজের দখল কে নেবেন তা দেখতে ভিড় জমা হয়েছে হোয়াইট হাউসের বাইরে। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের ওপর নজর রেখেছে গোটা বিশ্ব। তবে শুরু থেকেই এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক কংগ্রেস পার্টির প্রার্থী জো বিডেন। বর্তমানে জো বিডেনের কাছে রয়েছে ২৬৪ টি নির্বাচনী ভোট, যেখানে ডোনাল্ড ট্রাম্পের কাছে রয়েছে ২১৪। দুজনের মধ্যে ব্যবধান বেশি না হলেও শেষ পর্যন্ত ম্যাজিক ফিগার ২৭০ কে পাবেন, তাই নিয়েই চলছে হাড্ডাহাড্ডির লড়াই। যদিও সকালের দিকে ৯ টি সুইং স্টেটের মধ্যে ছ’টিতে এগিয়েছিলেন ট্রাম্প। এবার সেই হিসেব পাল্টে চারটি রাজ্যে ট্রাম্পকে মাত দিয়ে ফের এগিয়ে গেছেন জো বিডেন।

দুপুর পর্যন্ত ফ্লোরিডায় ট্রাম্পের জয় সুনিশ্চিত হওয়ার পর এবং ৯ টি সুইং স্টেটের মধ্যে ছ’টিতে ট্রাম্প এগিয়ে থাকার কারণে অনেকেই মনে করেছিলেন হয়তো ডেমোক্র্যাটিক প্রার্থী জো বিডেনকে হারিয়ে শেষ পর্যন্ত বাজিমাত করতে পারেন ট্রাম্প। তবে, চারটি রাজ্যে জো বিডেনের এগিয়ে যাওয়ার পর ফের ট্রাম্পের জয়ের আশা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই ভোট গণনার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি ভোট গণনা বন্ধের দাবি করে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একটি টুইট করে প্রসঙ্গে আরো লিখেছেন,”কাল রাতে প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাজ্যে আমি এগিয়ে ছিলাম। ঐ সমস্ত রাজ্যে যেখানে ডেমোক্র্যাটের নিয়ন্ত্রণ রয়েছে। তারপর, এক এক করে, তা জাদুকরি উপায়ে গায়েব হয়ে যেতে শুরু করল। এটা ভীষণই অদ্ভুত।”

Related Articles

Back to top button
error: