HighlightNewsআন্তর্জাতিক
গাজায় ইসরাইলি হামলায় ব্যাপকভাবে হতাহতের শিকার সাংবাদিকরাও
টিডিএন বাংলা ডেস্ক: ফিলিস্তিনে ইজরাইলের গণহত্যা নিয়ে তোলপাড় সারা বিশ্ব। গাজায় ইসরাইলি হামলা থেকে কেউই নিরাপদ নয়। শিশু নারী সাধারণ মানুষ এমনকি হাসপাতাল সহ সাধারণ ঘরবাড়ি।
যুদ্ধের খবর করতে যাওয়া সাংবাদিকগণও হত্যার শিকার হচ্ছেন। বিশ্বের কাছে তথ্য তুলে ধরার কাজ করে থাকেন সাংবাদিকরা। চলতি যুদ্ধে ইতিমধ্যেই ৪১জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি ফিলিস্তিনের। কমিটি টু প্রটেকশন জার্নালিস্ট(CPJ) ও ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর জার্নালিস্ট(IFJ) এর রিপোর্ট অনুযায়ী ৭ অক্টোবর যুদ্ধ শুরু থেকে ১৩ তারিখ পর্যন্ত সাংবাদিক নিহতের সংখ্যা ৪১, তাদের মধ্যে ৩৬জন ফিলিস্তিনের ৪ জন ইজরায়েলি ও ১জন লেবাননের।