HighlightNewsদেশ

সংখ্যালঘু উন্নয়নের জন্য ৪৫কোটি বরাদ্দ নবীন পট্টনায়েকের

টিডিএন বাংলা ডেস্ক: ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক মঙ্গলবার রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য 150টি বহুমুখী সম্প্রদায় কেন্দ্র নির্মাণের জন্য 45 কোটি টাকা অনুমোদন করেছেন।

ওড়িশায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য ১৫০টি বহুমুখী কমিউনিটি সেন্টার নির্মাণের জন্য ৪৫ কোটি টাকা অনুমোদন করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

পট্টনায়েক বলেন, ২২টি জেলা জেলায় বহুমুখী সাংস্কৃতিক-কাম-কমিউনিটি সেন্টার নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। তিনি বলেন, এই কেন্দ্রগুলি স্থাপনের জন্য ৪৫ কোটি টাকা অনুমোদন করা হয়েছে।

খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ এবং শিখদের সেবার জন্যই এই কমিউনিটি গড়ে তুলবে ওড়িশা সরকার।

এই সমস্ত কমিউনিটি সেন্টার ব্যাবহার সংখ্যালঘুরা নিজেদের সাংস্কৃতিক ও ঐতিহ্যে অনেক দূর এগিয়ে যাবে বলে মন্তব্য করেন ওড়িশা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

Related Articles

Back to top button
error: