গাজায় গণহত্যার সমর্থনকারীদের ধিক্কার জানালেন প্রিয়াঙ্কা গান্ধি

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্কঃ ফিলিস্তিনে অমানবিক গণহত্যার নিন্দা জানিয়ে এক্স হ্যান্ডেলে যুদ্ধ বিরতির দাবি করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। গাজায় যেভাবে গণহত্যা চালাচ্ছে ইজরাইল তাতে হাজার হাজার নিরপরাধ মানুষের জীবন যাচ্ছে। যেইসব সরকার ইজরাইলের এই অমানবিক হত্যাকান্ডকে সমর্থন জানিয়েছেন তাদেরকেও দুষেছেন প্রিয়াঙ্কা গান্ধি।

তিনি বলেন এটি একটি নিন্দনীয় ও আফসোসজনক ঘটনা। গাজায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, এদের মধ্যে অর্ধেক শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি ১০ মিনিটে সেখানে একজন শিশুর মৃত্যু হচ্ছে। তিনি আরও বলেন অক্সিজেনের অভাবে ছোট ছোট শিশুকে ইনকিউবেটর থেকে সরিয়ে নিতে হচ্ছে। বাধ্য হয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিতে হচ্ছে। এমন বর্বর গণহত্যাকে যারা সমর্থন জানাচ্ছে তাদেরকে ধিক্কার জানিয়ে তিনি বলেন যুদ্ধ বিরতির নাম গন্ধ নেই। শুধু বোমা, হিংসা, হত্যা আর কষ্ট বাড়ছে। তাদের বিবেকে আঘাত লাগছে না।