টিডিএন বাংলা ডেস্ক : বিহারের মধুবনীতে এক সাংবাদিকের পোড়া দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম বুদ্ধিনাথ ঝা ওরফে অবিনাশ ঝা (২২)। পরিবার সূত্রে খবর, ৪ দিন আগে অপহরণ করা হয়েছিল তাঁকে। তরুণ সাংবাদিকের নির্মম পরিণতিতে তোলপাড় নীতিশের রাজ্য।
সংবাদমাধ্যম সূত্রে খবর, অবিনাশ নিউজ পোর্টালের হয়ে কাজ করতেন। কিছুদিন আগে নিজের ফেসবুকে বিহারের একটি ভুয়ো ক্লিনিকের পর্দা ফাঁস করেছিলেন। তারপর থেকে এলাকার বেশ কয়েকটি ভুয়ো ক্লিনিকের পর্দা ফাঁস হয়। প্রশাসন ওই ভুয়ো ক্লিনিকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কয়েকটি বন্ধও করে দেয়। পরিবারের দাবি, অবিনাশের ওই ফেসবুক পোস্টের পর থেকেই বিভিন্ন হুমকি ফোন আসছিল। এমনকী মোটা টাকার প্রস্তাব দেওয়া হচ্ছিল। কিন্তু তাঁর সততাকে কিনতে পারেনি কেউই। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, রাত্রি ১০টা ১০মিনিটে অবিনাশকে দেখা যায়। বুধবার সকালে খুঁজে না পেয়ে বিচলিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা। বাড়িতে বাইক ছিল। যে ল্যাপটপে কাজ করতেন, সেটাও সচল ছিল। প্রথমে পরিবারের সদস্যরা ভেবেছিলেন, কাছেপিঠেই হয়তো কোথাও কাজে গিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় থানায় অভিযোগ দায়ের করে পরিবার।
তদন্তে নামে পুলিশ। মোবাইল লোকেশন ট্র্যাক করা হয়। কিন্তু কোনও সূত্র পাওয়া যায়নি। শেষ পর্যন্ত শুক্রবার বিনাশের ভাইপোর মোবাইলে ফোন আসে বেতুনে জাতীয় সড়কের ওপর একটি পোড়া দেহ পড়ে রয়েছে। পরিবারের সদস্যরা তাঁর গলার চেইন, হাতের আংটি দেখে তাঁকে সনাক্ত করেন।