HighlightNewsরাজ্য

মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ বঞ্চিত চাকরিপ্রার্থীদের কালীঘাট অভিযান

নিজস্ব সংবাদদাতা: ২০১৩ সালে মাদ্রাসা সার্ভিস কমিশন বিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিলো ৩১৮৩ টি। প্যানেল ছাড়ায় নিয়োগ হয় মাত্র ১৫০০ জনের তাতেও হয়েছে প্রচুর দূর্নীতি। পরীক্ষা নেওয়ার সময় ২০১০ সালের গেজেটের কোন নিয়ম মানা হয়নি তবে কোন নিয়ম মেনে পরীক্ষা নেওয়া হয়েছে সেটার কোন সদউত্তর নেই কমিশন আধিকারিকগণের কাছে। মাদ্রাসা গুলো বছরের পর বছর শিক্ষক না পাওয়ায় অবশেষে হাইকোর্টের দারস্থ হয়। মহামান্য হাইকোর্ট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের থেকে নিয়োগের নির্দেশ দেন কিন্তু সেই নির্দেশকে কর্যকরি না করে নিয়োগ আটকাতে ডিভিশন বেঞ্চের দারস্থ হয় মমতা ব্যানার্জির দপ্তর। বঞ্চিত চাকরিপ্রার্থীরাও আদালতের দারস্থ হয়, কলকাতা হাইকোর্ট চারটে অর্ডার দেয় তাঁদের নিয়োগের জন্য।

মাননীয়া মমতা ব্যানার্জি বলছেন ৬-৭ হাজার মাদ্রাসাতে নিয়োগ হবে অথচ 6th SLST উত্তীর্ণ চাকরি প্রার্থীরা দীর্ঘ ৭ বছর ধরে আন্দোলন করছে। মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চ এর সভাপতি মনিরুল ইসলাম বলেন মহামান্য হাইকোর্ট বারংবার নিয়োগের নির্দেশ দিলেও মুখ্যমন্ত্রী ডিভিশন বেঞ্চে গিয়েছেন নিয়োগ আটকানোর জন্য সেখানেও নিয়োগের নির্দেশ দিলে এখন সুপ্রিম কোর্টে গিয়েছেন নিয়োগ আটকানোর জন্য অথচ মুখ্যমন্ত্রী বলছেন আইনি জটিলতার কারনে নিয়োগ দিতে পারছেন না। মাদ্রাসা সার্ভিস কমিশনের উত্তীর্ণ চাকরি প্রার্থীদের তো বারংবার আদালতে নির্দেশ রয়েছে তাহলে আমাদের ক্ষেত্রে নিয়োগ দেওয়া হচ্ছে না কেন প্রশ্ন চাকরি প্রার্থীদের।

অন্যদিকে শুধু প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগ করছে না। গ্রামের মাদ্রাসা গুলোকে বাঁচাতে শিক্ষক বদলির পূর্বেই উত্তীর্ণ চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবীতে আজ বৃহস্পতিবার ২১শে ডিসেম্বর কালীঘাট অভিযান করে মাদ্রাসা সার্ভিস কমিশনে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। যতীন দাস পার্ক মেট্র ৪ নং গেট থেকে বেরতেই কয়েক হাজার পুলিশ চাকরি প্রার্থীদের কালিঘাট মুখ্যমন্ত্রীর বাড়ি যেতে বাধা দেয়। পুলিশের সাথে কিছু ক্ষন ধ্বস্তাধস্তি হয় তারপর প্রশাসনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা মন্ত্রীর দপ্তর ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে যোগাযোগ হয়। ৭ দিনের মধ্যে আলোচনায় বসে সমস্যার সমাধান করবেন।এর পূর্বে মাদ্রাসা শিক্ষা দপ্তরের আধিকারিকগণের সাথে জট কাটানোর বারংবার বৈঠক হলেও, সর্বমোট ৫ খানা নিয়োগের নির্দেশ হয়েছে তবুও এখনো কোন সুরাহা হয়নি উত্তীর্ণ চাকরি প্রার্থীদের।চাকরি প্রার্থীরা বলেন ৭ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে কালিঘাটেই আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।

Related Articles

Back to top button
error: