রাজ্য

গঙ্গার ধারে প্রবল জলোচ্ছাসে প্লাবিত কপিল মুনির আশ্রম, ফ্রেজারগঞ্জ যে ঝড়ে ভেঙে পড়ল একাধিক বাড়ি

টিডিএন বাংলা ডেস্ক: এদিন নির্দিষ্ট সময়ের আগেই সকাল সাড়ে নটা নাগাদ উড়িষ্যার ধামড়া ও বালেশ্বরের মধ্যবর্তী স্থলভাগে আছড়ে পড়ে ইয়াস। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। ইয়াসের প্রভাবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। সাগরে প্লাবিত হয়েছে কপিল মুনির আশ্রম। পাশাপাশি ফ্রেজারগঞ্জ ও ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। জলমগ্ন হয়ে যায় গোটা এলাকা। এদিন সকালেই ঝড়ের প্রাবল্যে ভেঙে যায় বহু মানুষের বাড়ি। তাজপুর ও একই ভাবে বিপর্যস্ত হয়েছেন মানুষ। অধিকাংশ জায়গায় মানুষের বাড়ির মধ্যে জল ঢুকে গেছে। ঝড়ে ভেঙে পড়েছে বাড়ি।

Related Articles

Back to top button
error: