রাজ্য
গান্ধীজীর জন্মদিনে পথশ্রী অভিযানে সামিল করিমপুর-২ বিডিও
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, করিমপুর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে পথশ্রী অভিযানে সামিল হলেন করিমপুর-২ সমষ্টি উন্নয়ন আধিকারিক।
শুক্রবার পথ নির্মাণই প্রগতির অভিযান প্রকল্পে মহাত্মা গান্ধীজির মূর্তিতে মাল্যদানের মাধ্যমে দ্বিতীয় কর্মসূচি শুরু হয়। এদিন বিডিও ছাড়াও স্থানীয় মানুষের উপস্থিতিতে কানাইখালী বাজার থেকে গোপালপুর হাজীপাড়া পর্যন্ত রাস্তার সংস্কার উদ্বোধন অনুষ্ঠান হয়। স্থানীয় মানুষ বলছেন, করিমপুর-২ ব্লকের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার জানান,১ অক্টোবর থেকে পথশ্রী অভিযান শুরু হয়েছে। আজকের দিনে সেটা অন্যমাত্রা পেয়েছে।