HighlightNewsদেশ

ফজরের আজানে লাউডস্পিকার ব্যবহার বন্ধের নির্দেশ কর্নাটক সরকারের!

টিডিএন বাংলা ডেস্ক: ফজরের আজানে লাউডস্পিকার ব্যবহার বন্ধের নির্দেশ দিল বিজেপি শাসিত কর্নাটক সরকার। বেশ কিছু দিন থেকেই মাহারাষ্ট্র, কর্নাটক সহ একাধিক রাজ্যে মসজিদে লাউডস্পিকার বন্ধের দাবি তুলছে হিন্দুত্ববাদিরা। সেই বিতর্কের মধ্যেই এবার নোটিশ দিয়ে রাত ১০ টা থেকে সকাল ৬ টার মধ্যে লাউডস্পিকারের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিল কর্নাটক সরকার। এদিকে ফজরের আজান হয় ভোরের দিকে। তাই স্বভাবিক ভাবেই সরাসরি আজান বন্ধের কথা না বললেও এই নির্দেশের ফলে ফজরের আজান লাউডস্পিকারে দেওয়া আদতে বন্ধ হয়ে যাবে। পাশাপাশি রাজ্য সরকার এটাও জানিয়ে দিয়েছে যে নির্ধারিত কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি নেওয়া ছাড়া লাউডস্পিকার বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহার করা হবে না। রাজ্যের সব মসজিদকে ১৫ দিনের মধে লিউডস্পিকার ব্যবহারের জন্য অনুমতির জন্য আবেদন করতে বলা হয়েছে।

কর্নাটক সরকারের একটি সার্কুলারে বলা হয়েছে, “একটি লাউডস্পিকার বা একটি পাবলিক অ্যাড্রেস সিস্টেম রাতে (রাত ১০ টা থেকে সকাল ৬টার মধ্যে) ব্যবহার করা যাবে না।” যদিও অডিটোরিয়াম, কনফারেন্স রুম, কমিউনিটি হল এবং ব্যাঙ্কোয়েট হলগুলির মতো বদ্ধ প্রাঙ্গণে লাউডস্পিকার ব্যবহারে কোনও বাধা নেই। সার্কুলারে সুপ্রিম কোর্টের আদেশের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, “পাবলিক প্লেসের সীমানায় শব্দের মাত্রা, যেখানে লাউডস্পিকার বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম বা অন্য কোনও শব্দ উত্স ব্যবহার করা হচ্ছে সেখানে পরিবেষ্টিত শব্দমান ৭৫ ডেসিবে লডিবি(এ) এর চেয়ে বেশি হবে না। কর্নাটক সরকার শব্দ দূষণ (নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০০ এর অধীনে লাউডস্পিকার/পাবলিক অ্যাড্রেস সিস্টেম এবং সাউন্ড-উৎপাদনকারী যন্ত্র থেকে শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য কঠোরভাবে অনুসরণ এবং প্রয়োগ করবে।”

Related Articles

Back to top button
error: