HighlightNewsদেশ

গাড়ি কিনতে সংখ্য়ালঘুদের ৩ লাখ টাকা ভর্তুকি দেবে কর্নাটক সরকার, সমালোচনায় সরব বিজেপি

টিডিএন বাংলা ডেস্ক: সংখ্যালঘু সম্প্রদায়কে সাবলম্বী করে তুলতে গাড়ি কেনার জন্য ৩ লাখ টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা দিল কর্নাটকের কংগ্রেস সরকার। আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই সরব বিরোধী দল বিজেপির নেতারা। কংগ্রেস সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছে তারা। কর্নাটকে বিজেপিকে পরাজিত করে কংগ্রেস ক্ষমতায় আশার সময় সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ছিল।

জানা গিয়েছে, এই প্রকল্প অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিরা তাঁদের পছন্দ মতো গাড়ি কেনার সময় ৩ লাখ ভর্তুকি পাবেন সরকারের তরফে। অবশিষ্ট অর্থের জন্য, সরকার তাঁদের বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ পেতে সহায়তা করবে। তবে এই স্কিমটির বিশেষ কিছু শর্ত রয়েছে। স্কিমের আওতাভুক্ত হওয়ার জন্য অবশ্যই আবেদনকারীকে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। কর্ণাটকের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাঁর বার্ষিক আয় অবশ্যই বার্ষিক সাড়ে চার লাখ টাকার কম হতে হবে।

কর্নাটক সরকারের এই সিদ্ধান্ত প্রসঙ্গে সংখ্যালঘু কল্যাণ ও ওয়াকফ মন্ত্রী জমির আহমেদ খান বলেন, “একজন ড্রাইভারের কখনই সারাজীবন ড্রাইভারিকেই পেশা হিসেবে রেখে দেওয়া উচিত নয়। তাঁকে একটি গাড়ির মালিকও হতে হবে। যাতে তিনি সহজেই তাঁর পছন্দ মতো ৪ লাখ টাকা মূল্যের একটি চার চাকা গাড়ি কিনতে পারেন তার ব্যবস্থা করেছে সরকার। সরকার এক্ষেত্রে ওই ব্যক্তিতে ৩ লাখ টাকা ভর্তুকি দেবে।”

Related Articles

Back to top button
error: