HighlightNewsদেশবিনোদন

জওয়ান সিনেমায় তার কাহিনী থাকা প্রসঙ্গে মুখ খুললেন ডাক্তার কাফিল খান

টিডিএন বাংলা ডেস্ক: শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’ এ উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ডক্টর কাফিল খান কাহিনী তুলে ধরা হয়েছে বলে জল্পনা শুরু হয় ছবি মুক্তির পরপরই। যদিও পরিচালক অ্যাটলি ও ছবির প্রযোজক-অভিনেতা শাহরুখ খান কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন ডাক্তার কাফিল খান।

সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে বলেন, “আমি এখনও ‘জওয়ান’ দেখিনি। তাই ছবিটি নিয়ে বেশি কিছু বলা উচিত হবে না। কিন্তু অনেকেই আমায় ফোন কিংবা মেসেজ করে একটি বিশেষ দৃশ্যের কথা জানাচ্ছে। তবে আমি বলব, সিনেমার সঙ্গে বাস্তব জীবনের অনেক পার্থক্য রয়েছে। ছবিতে আসল দোষীরা শাস্তি পায়। কিন্তু এখানে আমি এবং সেই শিশুদের পরিবারগুলি এখনও ন্যায়বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছি। তবে সামাজিক বার্তাটির জন্য অ্যাটলি এবং শাহরুখকে অনেক ধন্যবাদ।”

উল্লেখ্য যে, ‘জওয়ান’ সিনেমাটির একটি দৃশ্যে দেখা যাচ্ছে একটি সরকারি হাসপাতালে শয়ে শয়ে বাচ্চা ভর্তি হয়ে আছে যাদের জরুরি ভিত্তিতে  অক্সিজেন দেওয়া প্রয়োজন। কিন্তু হাসপাতালে অক্সিজেন না থাকায় মৃত্যুর সঙ্গে লড়ছে বাচ্চারা। অক্সিজেনের অভাবে ধুঁকতে থাকা বাচ্চাদের বাঁচাতে নিজের টাকায় অন্যত্র থেকে সিলিন্ডার আনছেন ওই ডাক্তার। কিন্তু এত করেও শেষ রক্ষা হল না। শেষ পর্যন্ত বাচ্চাদের বাঁচানো সম্ভব হল না। অক্সিজেনের অভাবে মৃত্যু হল বাচ্চাগুলির। কিন্তু সবাই কে অবাক করে দিয়ে প্রশাসন সেই ডাক্তারকেই গাফিলতির অভিযোগে জেলে ভরে দেয়। দর্শকদের অনেকেই মনে করছেন এই দৃশ্যের সঙ্গে বাস্তবের কাফিল খানের জীবনের প্রায় হুবহু মিল খুঁজে পাওয়া যাচ্ছে।

Related Articles

Back to top button
error: