দ‍্য কাশ্মীর ফাইলস’ বিতর্ক উসকে দিয়ে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে

টিডিএন বাংলা ডেস্ক : বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর তৈরি ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটির পক্ষে এবং বিপক্ষে নানা যুক্তি আলোচনায় উত্তাল দেশ। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো সিনেমা নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। এবার সেই বিতর্ক উসকে দিয়ে দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার তার জন্য ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা করল। অর্থাৎ এখন থেকে পরিচালকের সঙ্গে সবসময়ই থাকবে সিআরপিএফ সুরক্ষা। কারণ হিসেবে বলা হয় যেহেতু বিতর্কিত এই সিনেমা নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে প্রশংসা নিন্দার মিলিত চর্চা। জড়িয়েছে রাজনৈতিক দ্বন্দ্বও। তাই যেকোনো সময় পরিচালকের ওপর হতে পারে হামলা। যার ফলে তার প্রাণ সংশয় আছে। তাই সেই আশঙ্কাকে মাথায় রেখেই এদিন ওয়াই শ্রেণীর নিরাপত্তার অধীনে আনা হয় বিবেক অগ্নিহোত্রীকে।

প্রথম থেকেই ছবিটির প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে এই চলচ্চিত্র দেখার আবেদন করেছেন তিনি। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই চলচ্চিত্রটির কর মুকুব করা হয়েছে। এমনকি মুভিটি দেখার জন্য সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। সমালোচকদের মতে ছবিটিতে রাজনৈতিক রঙ চড়িয়েছেন বিজেপি নেতারাই। এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বলেও অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ব‍্যক্তিত্ব। এই সিনেমাটিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী প্রমুখ।