HighlightNewsদেশ

‘উদ্দেশ্যপ্রণোদিতভাবেই খুন হয়েছিলেন কাশ্মীরি পন্ডিত রাহুল ভাট’, জানালেন রাজ্যপাল, তদন্তে সিট

টিডিএন বাংলা ডেস্ক: জম্মু-কাশ্মীরে কাশ্মীরি পন্ডিত রাহুল ভাটের মৃত্যুর তদন্ত করার জন্য গঠন করা হল সিট। রবিবার জম্মু-কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা জানিয়েছেন, রাহুলের খুনের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়দের একাংশ। তাঁদের দিকে কাঁদানে গ্যাস ছুড়েছিল পুলিশ। সেই ঘটনার তদন্তও করবে সিট। পাশাপাশি তিনি জানিয়েছেন, কাশ্মীরি পণ্ডিতদের বাড়িতে আরো বেশি নিরাপত্তা দেওয়া হবে।
রবিবার ওই বিশেষ তদন্তকারী দল গঠন করার কথা ঘোষণা করে কাশ্মীরের রাজ্যপাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন,”রাহুল ভাটকে টার্গেট করে হত্যা করা হয়েছে। বিশেষ তদন্তকারী দল এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে। এছাড়াও অভিবাসী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শক্তি প্রয়োগ করেছিল সেই ঘটনারও তদন্ত করবে সিট।”তিনি আরো বলেন,”পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যেন অযথা বল প্রয়োগ না করা হয়।”
একইসঙ্গে, কাশ্মীরি পন্ডিতরা যাতে সুরক্ষিত থাকেন সেই লক্ষেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ সিনহা জানান,”আগামী সাত দিনের মধ্যে নিরাপদ জায়গার অফিসে তাঁদের বদলি করে দেওয়া হবে। আমার কাছে বেশ কয়েকটি অভিযোগ জানিয়েছেন তাঁরা। সময়মতো অভিযোগগুলি সমাধান করার চেষ্টা করা হবে। তাঁদের অবস্থা অনুভব করতে পারছি এবং তাঁদের পাশে রয়েছি। তাঁদের বাড়িতেও বাড়তি নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হবে।”


উল্লেখ্য, সপ্তাহের বৃহস্পতিবার সরকারি অফিসের মধ্যে ঢুকে রাহুল ভাট নামে ওই কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে মারে জঙ্গীরা। এর পরের দিনই নিজের বাড়িতে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান এক পুলিশ কর্মী। এই ঘটনার পর স্বভাবতই ক্ষিপ্ত হয়ে ওঠেন ভূ-স্বর্গের নিবাসী কাশ্মীরি পণ্ডিতরা। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতি প্রসঙ্গে রাজ্যপাল এদিন জানান,”বেশ কিছু মানুষ চাইছেন যেন কাশ্মীরে শান্তি না থাকে। গোটা ঘটনার দিকে নজর রেখেছে প্রশাসন।”তিনি আরো বলেন,”এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত হত্যা। আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্যই এই খুন করা হয়েছে।”

Related Articles

Back to top button
error: