HighlightNewsদেশ

“কোন আঞ্চলিক দল বিজেপিকে হারাতে পারবে না”; কংগ্রেসের চিন্তন শিবিরে নতুন করে লড়াইয়ের মন্ত্র দিলেন রাহুল

টিডিএন বাংলা ডেস্ক: জনগণের সঙ্গে কংগ্রেসের সংযোগ ভেঙে গেছে। রবিবার চিন্তন শিবিরে দেওয়া বক্তৃতায় একথা স্বীকার করে নিয়েই রাহুল জানিয়েছেন, বিজেপির সাথে লড়াই করার জন্য দলকে পুনর্গঠন করতে হবে কারন কোনো আঞ্চলিক দল বিজেপির বিরুদ্ধে লড়াই করে জিততে পারবে না।
এদিন রাহুল গান্ধী বলেন, আমাদের মানুষের সাথে সংযোগ পুনর্জীবিত করতে হবে এবং এই সংযোগ ভেঙে গেছে তা মেনে নিতে হবে। আমরা মানুষের সঙ্গে আমাদের সংযোগ আরো শক্তিশালী করব এবং এই প্রক্রিয়া কোন শর্টকাট মেথডের মাধ্যমে হবে না। এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম।


তিনি আরো বলেন, ভারতে আজ কথোপকথনের অনুমতি নেই। আমরা কথোপকথন বিভ্রান্ত হতে দেখতে পাচ্ছি এবং আমরা এর পরিণতি বুঝতে পারছিনা। রাহুল এদিন বলেন, আমি কখনো দুর্নীতি করিনি। কোন টাকা নিইনি এবং আমি ভীত নই এবং লড়াই করব। আমরা ঘৃণা ও সহিংসতা আদর্শের বিরুদ্ধে লড়াই করছি।
এদিন আরএসএসের প্রসঙ্গে মন্তব্য করে রাহুল আরো বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে আরএসএসের অনুপ্রবেশ আমরা পছন্দ করি না যেমন ওরা (বিজেপি) করছে। যখন আমরা তৃনমূল পর্যায়ে আগ্রাসীভাবে দলীয় কাঠামো পরিবর্তন করব তখন, আমরা আরএসএসের বিরুদ্ধে লড়তে সক্ষম হব। একইসঙ্গে রাহুল বলেন, আঞ্চলিক দলগুলি কখনোই আমাদের দলের মতো লড়াই করতে পারবে না। রাহুলের কথায়, এটা আদর্শের লড়াই। আঞ্চলিক দলগুলির নির্দিষ্ট কোনও আদর্শ নেই। আঞ্চলিক দলগুলি আলাদা আলাদা উদ্দেশ্যে লড়াই করে। আগামী দিনে দেশে আগুন জ্বলবে। যত ওরা মানুষকে অবদমিত করার চেষ্টা করবে তত আগুন জলবে। কংগ্রেস ছাড়া কেউ গোটা দেশকে একত্রিত করে বিজেপির বিরুদ্ধে লড়তে পারবে না। কারণ, কংগ্রেসই একমাত্র সবার দল। গোটা দেশের কেউ বলতে পারবেনা, কংগ্রেসের দরজা আমার জন্য বন্ধ।
কংগ্রেসের “নব সংকল্প” চিন্তন শিবিরে শেষ ভাষণ দেন রাহুল গান্ধী। বর্তমানে তিনি দলের কোনো গুরুত্বপূর্ণ পদে না থাকা সত্ত্বেও শুধুমাত্র একজন সাধারন সাংসদ হয়ে কেন সমাপ্তি ভাষণ দিলেন তা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। চলতি বছরেই কংগ্রেসের সভাপতি কে হবেন তা নির্ণয় করা হবে। রাজনৈতিক মহলের প্রশ্ন, দু’বছর আগে যে পদ রাহুল ছেড়ে দিয়েছিলেন তা কি আবার গ্রহণ করবেন তিনি? নিজের সমাপ্তি ভাষণে রাহুল গান্ধী এদিন বলেন,”বিজেপি আরএসএস-এর বিরুদ্ধে আমার লড়াই আজীবনের। আমি সারাজীবন এই লড়াইটা লড়ে যাব। আপনারা আমার পরিবার। আমি আপনাদের পরিবারের অংশ। আমি আপনাদের সঙ্গে এই লড়াইয়ে শেষ পর্যন্ত থাকব।”

Related Articles

Back to top button
error: