HighlightNewsদেশ

বিহার সফরে কেসিআর, নীতীশ-তেজস্বীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি-বিরোধী জোটই কি লক্ষ্য

টিডিএন বাংলা ডেস্ক: বিহারে রাজনৈতিক পট পরিবর্তনের কিছু দিনের মধ্যেই বিহার সফরে এলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)। বুধবার বিহারে পৌঁছে পটনায় সাক্ষাৎ হল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে। হঠাৎ নীতীশ-তেজস্বীর সঙ্গে এই সাক্ষাতে জল্পনা শুরু হয়েছে বিহারের গণ্ডি পেড়িয়ে জাতীয় রাজনীতিতে। বিজেপি-বিরোধী জোট গঠন করাই কি এই সফরের লক্ষ্য? এমন প্রশ্ন দেখা দিয়েছে। কারণ ২০২৪ লোকসভা নির্বাচনে বিরধীদের স্লোগানই হচ্ছে ‘বিজেপি-মুক্ত ভারত’। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও বিহারের বিজেপি নেতা সুশীল মোদী এসবকে গুরুত্ব দিতে মোটেও রাজি নন। তিনি এই সাক্ষাতকে ‘দুই দিবাস্বপ্নবিলাসীর মিলন’ বলে কটাক্ষ করেছেন।

এদিন সাংবাদিক সম্মেলনে কেসিআর বলেন, ‘‘আমার অগ্রজ নীতীশজির সঙ্গে কথা হল। বিজেপিকে ক্ষমতা থেকে সরাতেই হবে, এ বিষয়ে আমরা একমত। কোনও উন্নয়ন নেই, শুধু লম্বা-চওড়া কথা। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ছে। দেশকে ভাগ করার চক্রান্ত চলছে। কোথায় মেক ইন ইন্ডিয়া? জাতীয় পতাকাও চিন থেকে আসছে!’’ তিনি আরও বলেন, ‘‘নীতীশজি মনে করেন বিজেপিমুক্ত ভারত গড়তে গেলে বিরোধীদের একসঙ্গে আসতে হবে। কেন্দ্রীয় সরকারের এখন স্লোগান একটাই, বেচো ইন্ডিয়া। ওরা সব বেচে দিচ্ছে। জাতীয় পতাকার অপমান করছে, গান্ধীজির অপমান করছে। ঐক্যবদ্ধ আর উন্নত দেশ গড়তে হলে বিজেপি-মুক্ত ভারত গড়তেই হবে আর তার জন্য সব দলকে একত্র হতেই হবে। কোনও তৃতীয় ফ্রন্ট নয়, ওটাই মূল ফ্রন্ট। নীতীশজি খুবই পরিচিত, প্রবীণ নেতা। তবে জোটের নেতা কে হবেন, সেটা বৈঠকের পরে সবার মত নিয়ে ঠিক হবে।’’ অন্যদিকে তেলেঙ্গানা নির্বাচনকে সামনে রেখে কেসিআর-এর পক্ষ নিয়ে নীতীশ বলেন, ‘‘আপনার (কেসিআর) বিরোধীরা আপনার বিরুদ্ধে অনেক কথা বলে। কিন্তু তারা জানে না আপনি কী ধাতুতে তৈরি। একা লড়াই করে আপনি তেলঙ্গানা তৈরি করেছেন। মানুষ আপনাকে ছেড়ে যাবে না।’’

Related Articles

Back to top button
error: