HighlightNewsখেলাদেশ

হংকংকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেল রোহিতরা

টিডিএন বাংলা ডেস্ক: এশিয়া কাপের সম্পূর্ণ নতুন দল হংকংকে খুবই সহজে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেল রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া। এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন হংকং অধিনায়ক নিজামত খান। প্রথম ব্যাট করতে নেমে রোহিত-কোহলিরা ১৯৩ রান তুলতে সক্ষম হন। এই রান খুব একটা বেশি না হলেও ভারতের মত একটি দলের বিরুদ্ধে হংকংয়ের মত নতুন একটি দলের সামনে এই লক্ষ্য মাত্রা যথেষ্ট কঠিন ছিল। এদিন ব্যাট হাতে ১৩ বলে ২১ রান করেই আউট হয়ে যান অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা ভালো করলেও ৩৯ বলে ৩৬ রান করে মহম্মদ ঘাজানফারের বলে ক্যাচ আউট হন রাহুল। ২৬ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। ৪৪ বলে ৫৯ রান তুলে কোহলিও অপরাজিত থাকেন।

ভারতের ১৯৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে মাত্র ৯ রান করেই অর্শদীপ সিং এর বলে আউট হন ইয়াসিম মুর্তাজা। শুরুতে উইকেট হারালেও লড়াই জারি রাখেন বাবর হায়াত ও কিঞ্চিত শাহরা। কিন্তু ‌বাবর হায়াত ৩৫ বলে ৪১ রান করে জাদেজার বলে আউট হয়ে যায়। ২০ বলে ৩০ রান করেন কিঞ্চিত শাহ। অন্যান্যরা ভারতীয় বলারদের সামনে সেভাবে দাঁড়াতেই পারেননি। ২০ ওভারে ১৫২/‌৫ রান তুলতে সমর্থ হয় হংকং। অর্থাৎ হংকং ৪০ রানেই হার মানে।

Related Articles

Back to top button
error: