HighlightNewsদেশ

আবারো ভূমিধস হিমাচলে, মৃত্যু ১১ জনের, ধ্বংসস্তুপে চাপা পড়ে থাকার আশঙ্কা বহু মানুষের

টিডিএন বাংলা ডেস্কঃ হিমাচল প্রদেশের কিন্নৌর নামক স্থানে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। হিমাচল প্রদেশের কিন্নৌর এলাকার রেকংপেও-শিমলা সড়কে এই ভয়াবহ ভূমিধস শুরু হয়। ঘটনার সময় সেখানে থাকা যাত্রীবাহী একটি বাস এর উপর হঠাৎই এসে পড়ে একটি পাথরের চাঁই। এরপর একের পর এক পাথড়ের ছোট বড়ো খন্ড পড়তে থাকে। এ ঘটনায় একটি বাসসহ কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রশাসনের আশঙ্কা ধ্বংসস্তূপের নিচে এখনো ৫০ থেকে ৬০ জন চাপা পড়ে আছে। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে কথা বলে এই বিপর্যয় মোকাবিলায় সমস্ত রকমের সাহায্য করার আশ্বাস দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তারা ইন্দো-তিব্বত সীমান্ত রক্ষী বাহিনীকে বিপর্যয় মোকাবিলায় সরকারকে সাহায্যের নির্দেশ দিয়েছেন। হিমাচল প্রদেশের কিন্নৌর এলাকার বিধায়ক জগৎ সিং নেকি বলেন, “আমার নির্বাচনী এলাকা কিন্নৌরে নিগুলসারী নামে একটি জায়গা আছে, রামপুরের দিকে প্রায় ২ কিমি পিছনে, ভূমিধ্বসের কারণে এখনও একটি বাস চাপা পড়ে আছে। কিছু ছোট যানবাহন এবং একটি ট্রাকও চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। বাসের চালককে বের করে আনা হয়েছে।” শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতীয় সেনা, আইটিবিপি, এনডিআরএফ ও পুলিশ বাহিনী যৌথভাবে উদ্ধার কার্য পরিচালনা করছে।

Related Articles

Back to top button
error: