টিডিএন বাংলা ডেস্ক: নয়া যুব মোর্চার কমিটি বাতিল ঘোষণার পরেই বিজেপি অন্তৰ্কলহে কার্যত চরমে। যুব মোর্চার সভাপতি থেকে ইস্তফা ঘোষণা করে হোয়্যাটসপ গ্রুপ থেকে লেফট নিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। সংগঠনের পদাধিকারিদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে মহাষ্টমীর শুভেচ্ছা দিয়ে বেরিয়ে যেতেই রীতিমতো জলঘোলা শুরু হয়।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,
যুব মোর্চার রাজ্য পদাধিকারিদের নিয়ে ‘বিজেওআইএম ওয়েস্টবেঙ্গল অফিসিয়াল’ গ্রুপে শনিবার সৌমিত্র খাঁ লিখেন, , ‘শুভ মহাষ্টমী। সকলে ভাল থাকবেন। আপনাদের খুবই সহযোগিতা পেয়েছি। আমি চাই বিজেপিকে সরকারে আনতেই হবে। তাই হয়ত আমার অনেক ভুল ছিল যাতে দলের ক্ষতি হচ্ছিল। তাই আমি ইস্তফা দেব আর সকলে ভাল থাকবেন। যুব মোর্চা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ।’