HighlightNewsদেশ

‘অগ্নিপথ’ বিরোধী বিক্ষোভ বা ট্রেনে আগুনের ঘটনায় জড়িতদের নেওয়া হবে না সেনায়, হুঁশিয়ারি লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরীর

টিডিএন বাংলা ডেস্ক: সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত কেন্দ্র সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্প ঘোষণার পরপরই মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল দেশ। দেশের অধিকাংশ রাজ্যে পথ অবরোধ ও সরকারি সম্পত্তি নষ্ট করতে দেখা গিয়েছে আন্দোলনকারী বিক্ষুদ্ধ চাকরিপ্রার্থীদের। ট্রেন, বাস সহ বিভিন্ন জায়গায় আগুন লাগানোর ঘটনাও ঘটেছে। এবার আন্দোলনকারী বিক্ষুদ্ধ চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরীর। তিনি জানিয়ে দিয়েছেন, যে সমস্ত চাকরিপ্রার্থীরা ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরুদ্ধে সহিংস আন্দোলনে যুক্ত থাকবেন তাদের কোনো ভাবেই নেওয়া হবে না সেনাবাহিনীতে। কারণ হিসাবে তিনি বলেন সেনার প্রধান শর্ত হচ্ছে নিয়মানুবর্তীতা।

যদিও ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরুদ্ধে সরব হয়েছেন প্রাক্তন সেনাকর্তাদের মত ভিন্ন। তাঁরা বেশিরভাগই বলছেন এমন একটি প্রকল্প বাস্তবায়নের আগে পাইলট প্রজেক্টের দরকার ছিল। আরও ভাবনাচিন্তার দরকার ছিল। মাত্র ৪ বছরের জন্য সেনায় যাঁরা নিযুক্ত হবেন, দেশের জন্য জান লড়িয়ে তাঁরা যুদ্ধ করবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে।

এদিকে ‘অগ্নিপথ’ বিরোধী আন্দোলন ক্রমে তীব্র হচ্ছে। বিহার থেকে যা শুরু হয়েছিল তা ক্রমে তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ সব জেলাতেই ছড়িয়ে পড়েছে। রেল অবরোধ, ট্রেনে অগ্নি-সংযোগ জারি আছে। বাংলাতেও এই বিক্ষোভের আঁচ এসে লেগেছে। হাওড়া-শিয়ালদহ শাখা থেকে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলকরে দিতে হয়েছে। যাঁরা এমন হিংসাত্মক আন্দোলন করে সরকারি সম্পত্তি ধ্বংস করছেন ভবিষ্যতে তাঁদের চাকরি পেতে সমস্যা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাকর্তা অনিল পুরী।

Related Articles

Back to top button
error: