রাজ্য

এই মুহূর্তে চলবে না লোকাল ট্রেন, জানালো রেল

টিডিএন বাংলা ডেস্ক: এখনই হাওড়া, শিয়ালদহ স্টেশন থেকে লোকাল ট্রেন চালানো সম্ভব নয়। বুধবার সাংবাদিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এমনটাই জানিয়ে দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনিত শর্মা। আজ তিনি জানান, মেট্রোর দৈনিক যাত্রী সংখ্যা ৬ লক্ষ ৫০ লক্ষ। সেখানে দৈনিক ত্রিশ লক্ষ সুবার্বনের যাত্রী। ১৪০০ ট্রেন, ২০০ স্টেশন ভিড় সামলে সামাজিক দূরত্ব রাখা সম্ভব নয়। তবে পরিকল্পনা নেওয়া হচ্ছে, রাজ্যের সঙ্গে কথাও চলছে। যাত্রীদের ভিড় সামলাতে কিছু সফটওয়্যার ডেভেলপ হচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গে ট্রেনের চাহিদা থাকা সত্বেও পরিস্থিতি অনুধাবন করে যাত্রী চলাচল অনুমান করা মুশকিল। তাই এই মুহূর্তে ক্লোন ট্রেনের ভাবনা নেই। তিনি বলেন, ডানকুনিতে ফ্রেট করিডোরের কাজ চলছে,জমি অধিগ্রহণ নিয়ে কাজ এগিয়েছে।

Related Articles

Back to top button
error: