কঙ্গনা রানাওয়াতের মামলা নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়িতে পৌঁছলেন এনসিপি প্রধান শরদ পওয়ার

টিডিএন বাংলা ডেস্ক: বুধবার সকালে বিএমসির কঙ্গনা রানাওয়াতের মনিকর্নিকার দপ্তরে বুলডোজার চালানোর ঘটনা নিয়ে ইতিমধ্যেই মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনাকে হাতিয়ার করে শিবসেনার বিরুদ্ধে সরব হয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। এই পরিস্থিতিতে কঙ্গনা রানাওয়াতের মামলার বিষয়ে খোথা বলতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বাসভবনে পৌঁছলেন এনসিপি প্রধান শরদ পওয়ার।

এর আগে, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের দপ্তরে বিএমসির ভাঙচুর প্রসঙ্গে এনসিপি প্রধান শারদ পাওয়ার বলেন,”আমি ওনার দপ্তর সম্পর্কে কিছু জানি না। তবে আমি সংবাদপত্রে পড়েছি যে এটি একটি বেআইনি নির্মাণ। যদিও মুম্বাইয়ে বেআইনি নির্মাণ কোনও নতুন বিষয় নয়। যদি বিএমসি নিয়ম মেনে কাজ করে তাহলে এই কাজ সঠিক।”

এদিকে বিএমসির এই পদক্ষেপের পর একটি টুইট বার্তায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রীতিমতো বলেছেন যে, তার সাথে শিবসেনা যা করেছে তা ভালোই করেছে। তবে সময় কারো জন্য সমানভাবে থাকেনা। সময় বদলায়। আজ আর বাড়ি ভেঙেছে কাল উদ্ধব ঠাকরের অভিমান ভাঙবে। শুধু তাই নয় এরপরে নিজের পরিস্থিতির সঙ্গে কাশ্মীরি পণ্ডিতদের পরিস্থিতির কথা তুলনা করেছেন কঙ্গনা রানাওয়াত।
এর আগে তিনি নিজের অফিসের সঙ্গে রাম মন্দির এবং বি এম সির কর্মীদের সঙ্গে বাবরের সেনার তুলনা করে টুইটারে শিব সেনার বিরুদ্ধে সরব হয়েছিলেন।