আজ আমার বাড়ি ভেঙেছে, কাল তোমার বাড়ি ভাঙ্গা হবে; মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে হুঁশিয়ারি দিলেন কঙ্গনা রানাওয়াত

টিডিএন বাংলা ডেস্ক: মুম্বাইয়ের পালি হিলে অবস্থিত মনিকর্নীকা ফিল্ম প্রোডাকশন হাউজের অফিসে বিএমসির কর্মীদের করা ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে কখনও বিএমসির বিরুদ্ধে তো কখনো মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে সরব হোয়েছেন কঙ্গনা রানাওয়াত। কখনো নিজের দপ্তরের সঙ্গে রাম মন্দিরের তুলনা করেছেন তো কখনো বিএমসির কর্মচারীদের সঙ্গে তথা শিবসেনার সঙ্গে বাবরের তুলনা করেছেন। কখনো নিজেকে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে তুলনা করেছেন তো কখনো দাবি করেছেন মুম্বইয়ের সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মিরের সমতুলনা করে তিনি কোনো ভুল করেননি। একের পর এক বিদ্রুপের এবং সমালোচনার টির নিক্ষেপ করেছেন শিবসেনা তথা শিবসেনা প্রমুখ উদ্ধব ঠাকরেকে লক্ষ করে।

এবার টুইটারের পাশাপাশি ফেসবুকও নিজের প্রতিবাদের আগুনে দ্বগ্ধ করলেন উদ্ধব ঠাকরেকে। রীতিমত হুঁশিয়ারি দিয়ে কঙ্গনা রানাওয়াত লেখেন,”আজ ওরা আমার বাড়ি ভেঙেছে, কাল তোমার ভাঙবে, সরকার আসে এবং যায়, যখন তুমি সহিংভাবে কারুর আওয়াজ দমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চাও তখন সেই আওয়াজ আদর্শ হয়ে ওঠে, আজ একজনকে পোড়ানো হয়েছে, কাল এটা হাজার হাজার মানুষের জহুর পরিণত হবে, এখনো জেগে ওঠো।”