টিডিএন বাংলা ডেস্ক: ফের প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বুধবার রাতেই অধীর চৌধুরীর নাম ঘোষণা করে এআইসিসি। বলাবাহুল্য, এর আগে প্রদেশ কংগ্রেসের দায়িত্বে ছিলেন সোমেন মিত্র। সম্প্রতি অসুস্থতা জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তারপরেই শুরু হয় জলঘোলা। বাংলার পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়ে শুরু হয় আলোচনা। অধীর বাবুকে সভাপতি করতে সোনিয়া গান্ধীকে চিঠিও দেন পরিষদীয় দলনেতা আব্দুল মান্নান। ঠিক তারপরেই প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে নিয়োগ দিলো এআইসিসি।
উল্লেখ্য, বর্তমানে লোকসভায় কংগ্রেসের দলনেতা রয়েছেন অধীর চৌধুরী। সেই সঙ্গে সংসদে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও করা হয়েছে তাঁকে। ওই দুই দায়িত্বের সঙ্গেই এবার প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হলো অধীরবাবুকে। এর আগে ২০১৪ সালে লোকসভা ভোটের ঠিক প্রাক্কালে অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করেছিলেন রাহুল গান্ধী। যদিও সেবার লোকসভা ভোটে কংগ্রেস তেমন বড় সাফল্য না পেলেও ২০১৬ সালের ভোটে রাজ্যে ৪৫ টি বিধানসভা আসনে জিতেছিল কংগ্রেস। তার নেতৃত্বেই হয়েছিল বাম-কংগ্রেসের জোট। ২০১৯ সালের ভোটের ঠিক আগে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে অধীরবাবুকে সরিয়ে বসানো হয় সোমেন মিত্রকে।