আন্তর্জাতিক

গ্রীসের অভিবাসী ক্যাম্পে ভয়াবহ আগুন

টিডিএন বাংলা ডেস্ক: বুধবার রাতে গ্রীসের সবচেয়ে বড় অভিবাসী ক্যাম্প আগুনে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। গ্রীসের সবচেয়ে বড় এই অভিবাসী ক্যাম্পে প্রায় ১২ হাজার লোক বসবাস করেন। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত ক্যাম্পের সব লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।বৃহত্তম এই অভিবাসী ক্যাম্পটি গ্রীসের লেসবস দ্বীপে অবস্থিত। পুরো দ্বীপে সম্পূর্ণভাবে লকডাউন চালু রয়েছে তারপরেও কিভাবে আগুন লাগলো তা নিয়ে ধন্দে রয়েছে স্থানীয় প্রশাসন। ভয়াবহ আগুনে বৃহত্তম এই অভিবাসী ক্যাম্পটি সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা এই ক্যাম্পে আশ্রয় নিলেও শরণার্থীদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশী। স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, শিবিরে আগুন লাগার সম্ভাব্য সব রকম কারণ খতিয়ে দেখা হচ্ছে। কেউ গোপনে অগ্নিসংযোগ করেছে কিনা সেটাও তদন্তের আওতার মধ্যে রাখা হচ্ছে। এদিকে গ্রীক সরকার পুরো লেসবস দ্বীপে জরুরি অবস্থা জারি করেছে। সরকারের মুখপাত্র টেলিওস পেটসাস বলেন,”এটা আমাদের জন্য খুব কঠিন সময়। আমাদের একে অপরকে সাহায্য করতে হবে। আর আমরা খুব অল্প সময়ের মধ্যে আগুন লাগার আসল কারণ খুঁজে বের করতে সক্ষম হব”। এদিকে অতি মারি করোনার প্রকোপের কারণে লকডাউন চালু থাকায় স্থানীয় বাসিন্দাদের কাউকেই দ্বীপের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

Related Articles

Back to top button
error: